মনিপুরী শাড়িগুলো যত্ন নেওয়ারও রয়েছে কিছু নিয়ম যা মেনে চললে একেকটা শাড়ি টিকে থাকে যুগের পর যুগ।
>যেমন – শাড়িগুলো সাবান , ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখা যায় না। সবচেয়ে ভাল হয় শ্যাম্পু বা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করলে অথবা ড্রাইওয়াশ করলে।
>ধৌয়ার সময় শাড়িগুলোতে ব্রাশ বা বেশি ঘসাঘসি করা যাবে না। ধোয়ার পর মাড় দিয়ে লম্বা তারে সোজা করে কড়া রৌদে শুকাতে হয় তারপর ইস্ত্রি করে আলমারিতে সংরক্ষণ করতে হয় এভাবে যত্ন নিলে শাড়ি গুলো টিকে থাকে বহু বছর।