Your Cart

Your Cart

Product Price Qty Total Action
Subtotal: 0 Tk.
Total: 0 Tk.
Proceed to Checkout

Advice Space

Advice Space

মনিপুরী সম্পর্কে জানা জরুরি :মনিপুরী শাড়ীর বৈশিষ্ট্য:

🚦🚦মনিপুরী শাড়ি গুলো তৈরিতে মেশিনের কোন স্পর্শ থাকে না সম্পূর্ণ হাতে তৈরী করা হয় বলে শাড়িতে তাঁতের কালো দাগ,মাড়ের সাদা দাগ এবং জাল বুননের হয়ে থাকে। যারা মনিপুরী সম্পর্কে জানে না বা নতুন কিনে থাকে তাদের মনে হয় এগুলো শাড়ির ডিফেক্ট কিন্তু অরিজিনাল মনিপুরী শাড়ির বৈশিষ্ট্য এগুলো। জেনে বুঝে মনিপুরি শাড়ী আশা করি সিদ্ধান্ত নিবেন।

মনিপুরী সম্পর্কে করনীয় :

মনিপুরী শাড়ি ব্যবহার এর পর রোদে শুকিয়ে রাখবেন। আলমারিতে ভাজ করা শাড়ী মাস খানেক পর রোদে শুকিয়ে ভাজ পালটে দিতে হবে। দুই তিন বার ব্যবহারের পর ওয়াশ করা ভালো।
🥻১. নরমাল ঠান্ডা পানিতে মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিবেন।
২. ভাতের মাড় অথবা এরারুট দিবেন।
৪. কড়া রোদে বেশি সময় শুকাবেন না। শাড়িটা শুকানোর সময় তারে যখন ঝুলিয়ে দিবেন অবশ্যই শাড়ী টা সমান ভাবে ঝুলিয় দিবেন। এতে করে শাড়ির পাড়, আচল, শেপ নষ্ট হবে না।
৫. একবার আয়রন করা শাড়ী কয়েক বার পরতে পারেন।